Site icon Jamuna Television

স্বাধীনতা দিবসে শহিদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৬ মার্চ) ভোরের আলো ফোটার সাথে সাথে স্তম্ভবেদীতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির পরই সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেয়া হয় গার্ড অফ অনার।

এসময় কিছুক্ষণ নিরবে দাড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এর পরেই আওয়ামী লীগ সভাপতি হিসাবে দলের পক্ষে শ্রদ্ধা নিবেন করেন শেখ হাসিনা। এসময় সাথে ছিলেন দলের সাধারণ সাধারণ সম্পদক ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

পরে ১৪ দলের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সশস্ত্র সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনী। শ্রদ্ধা জানানো হয় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও।

/এডব্লিউ

Exit mobile version