Site icon Jamuna Television

দাফনের আগে নড়ে ওঠা শিশুটি আর নেই

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণার পর দাফনের আগে নড়ে ওঠা শিশুটি আর বেঁচে নেই। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা শিশু হাসপাতালে এই নবজাতক মারা যায় বলে নিশ্চিত করেছে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ।

ভূমিষ্ঠ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা নবজাতককে মৃত ঘোষণা করেন। সন্তানকে দাফন করার জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যান শোকাতুর পিতা। সেখানে গোসল করানোর সময় হঠাৎই কান্না করে ওঠে নবজাতকটি।

এদিকে, মৃত ঘোষিত নবজাতকের বেঁচে ওঠার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version