Site icon Jamuna Television

ঝিনাইদহে বালির মাঠ থেকে উদ্ধার নারীর ক্ষতবিক্ষত লাশ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার বাজারগোপালপুর এলাকা থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৬ মার্চ) সকালে বাজারগোপালপুর বালির মাঠে এক নারীর মৃতদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ও সিআইডির পৃথক দল সেখানে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। সিআইডির বিশেষজ্ঞরা ওই নারীর পরিচয় শনাক্ত চেষ্টা করেন।

সিআইডি ঝিনাইদহের ইন্সপেক্টর পলাশ গোলদার বলেন, আঙ্গুলের ছাপের মাধ্যমে ওই নারীর পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি জানান নিহত নারী যশোর জেলার বাঘারপাড়া উপজেলার লক্ষীপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। তার নাম সোনিয়া। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা পরীক্ষার পর জানা যাবে বলেও জানান তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেছে পুলিশ।

/এডব্লিউ

Exit mobile version