Site icon Jamuna Television

ইমরানের গদি বাঁচাতে ‘কালো জাদু’ করছেন তৃতীয় স্ত্রী বুশরা

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর গদি নিয়ে টালমাটাল অবস্থায় আছেন ইমরান খান। সেনার সমর্থন হারিয়ে প্রবল বিপাকে পড়েছেন প্রাক্তন পাক অধিনায়ক। এমন সময়ে স্বামীর গদি বাঁচাতে ‘কালো জাদু’র আশ্রয় নিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।

ভারতীয় গনোমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, বুশরা বিবির বিরুদ্ধে কালো জাদুর অভিযোগ এনেছেন পাকিস্তানের প্রধান বিরোধী নেতা শাহবাজ শরিফ। তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।

তার অভিযোগ, ইসলামাবাদের বনিগালায় ইমরান খানের বাড়িতে টন টন মাংস পুড়িয়ে কালো জাদু করছেন বুশরা। এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শাহবাজ বলেন, দেশের বাচ্চারা দুধ পাচ্ছে না, অথচ বনিগালায় টন টন মুরগির মাংস পোড়ানো হচ্ছে। নিজের গদি বাঁচাতে অসংবিধানিক পথ অবলম্বন করছেন ইমরান।

তাৎপর্যপূর্ণ ভাবে, নিজেকে ‘পীর’ বলে দাবি করেন বুশরা। এর আগেও তার বিরুদ্ধে কালো জাদু করার অভিযোগ উঠেছে। তিনি নাকি শয়তানের উপাসনা করেন। তবে লক্ষণীয়, পাকিস্তানের বর্তমান শাসকদল পিটিআই-য়ের অন্দরে যথেষ্ট প্রভাব রয়েছে ইমরানের তৃতীয় স্ত্রী বুশরার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পিটিআইয়ের অনেকেই আছেন যারা ইমরানের চাইতেও বুশরার প্রতি বেশি অনুগত।

/এনএএস

Exit mobile version