Site icon Jamuna Television

পোল্যান্ডে শরণার্থী শিবির পরিদর্শনে বাইডেন

ছবি: সংগৃহীত

ইউক্রেন সীমান্তের মাত্র ৬০ মাইল দূরে, পোল্যান্ডে আশ্রয় নেয়া শরণার্থীদের সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (২৫ মার্চ) পোল্যান্ড সফরকালে শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন তিনি। এসময় দেশটির মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এ নেতা। কথা বলেন শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞদের সাথেও।


এসময় পোল্যান্ডে নিয়োজিত মার্কিন ৮২ বিমান ডিভিশনের সদস্যদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ভূয়সী প্রশংসা করেন তাদের সাহসিকতার, সময় কাটান সেনাদের সাথে। এ সফরের মাধ্যমে রুশ আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমাদের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরার চেষ্টা করেছেন বলে ধারণা বিশ্লেষকদের।

প্রসঙ্গত, এদিন ইউক্রেন সীমান্তের আরও কাছাকাছি যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন বাইডেন। তবে নিরাপত্তা ইস্যু বিবেচনায় তাকে আর এগোতে দেয়া হয়নি।

/এসএইচ

Exit mobile version