Site icon Jamuna Television

নারী বিশ্বকাপে পাকিস্তানকে ৭১ রানে হারালো নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে ৭১ রানে পরাজিত করেছে নিউজিল্যান্ড। হোয়াইট ফার্নদের দেয়া ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯৪ রানে থামে বিসমাহ মারুফের দল।

ক্রাইস্টচার্চে টস হেরে ব্যাট করতে নেমে সাবলীলবাবে খেলতে থাকে নিউজিল্যান্ডের মেয়েরা। ব্যক্তিগত ১২ রানে ওপেনার সোফি ডিভাইন, আনাম আমিনের শিকার হলেও আরেক ওপেনার সুইজ বেটস তুলে নেন সেঞ্চুরি। ১৩৫ বলে ১৪টি চারের সাহায্যে করেন ১২৬ রান। পাকিস্তানের পক্ষে নিদা দার নেন ৩টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৯ রান করেন মুনীবা আলী ও সিদরা আমিন। এরপর নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় বঞ্চিত হয় পাকিস্তান। বল হাতে সাফল্যের পর ব্যাটে হাতেও সাবলীল ছিলেন নিদা দার। ৫৩ বলে তিনি খেলেন ৫০ রানের একটি ইনিংস। হোয়াইট ফার্নদের হয়ে হান্নাহ রোউই দখল করেন ৫ উইকেট।

আরও পড়ুন: ডোপ টেস্টে পজেটিভ, নিষিদ্ধ হলেন প্রোটিয়া ক্রিকেটার

এম ই/

Exit mobile version