Site icon Jamuna Television

অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ঝিনাইদহে শিশুসহ আটক ২২

ঝিনাইদহ সীমান্তে আটককৃত ২২ জন।

ঝিনাইদহ প্রতিনিধি:

অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ঝিনাইদহে শিশুসহ ২২ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। শনিবার (২৬ মার্চ) ভোরে মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- তপন কান্তি রায় (৬০), ঝর্ণা রায় (৫৫), পল্লব রায় (০৬), জীবন কুমার রায় (২৮), সুনিতা রায় (২৬), শিশু প্রিতম রায় (৩মাস), রনি মন্ডল (২৮), জাকির হোসেন (৪২), আরজিনা বেগম (৩৯), যুবরাজ সেন (২৩), বৈশাখী বিশ্বাস (১৩), বাবুল গায়েন (৩২), উর্মিলা রানী গায়েন (২৬), তৃষা রানী (০৮), রাফিয়া খাতুন (২৮), খাদিজা পারভিন (২৯), শিল্পী খাতুন (৪০), পিন্টু হাসান (০৩), নিত্যানন্দ ঘোষ (৩৬), রিনা খাতুন (৩২), জাহারানা খাতুন (৩৭) এবং রত্না বেগম (৪২)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে সাতজন পুরুষ, দশজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। তাদের বাড়ি সাতক্ষীরা, যশোর, মুন্সিগঞ্জ এবং বগুড়া জেলায় অবস্থিত।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছে একদল লোক। পরে তাদেরকে আটক করে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অপরাধে জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

এসজেড/

Exit mobile version