ঠাকুরগাঁওয়ে স্টেশন মাস্টারের অফিসে ঢুকে লাঞ্ছিত করার ভিডিও ভাইরাল
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ট্রেনের টিকিট কাটাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে ঠাকুরগাঁও স্টেশনের স্টেশন মাস্টারকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত করার ঘটনার সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়েছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ।
ঠাকুরগাঁও রেল স্টেশনের স্টেশন মাস্টার আখতারুল ইসলাম অভিযোগ করেন, হঠাৎ করে ২৫ মার্চ রাতে বর্তমান ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকারসহ কয়েকজন নেতাকর্মী কাউন্টারে লাইনে না দাঁড়িয়ে ট্রেনের টিকিটের
জন্য জোরপূর্বক চাপ সৃষ্টি করেন। এসময় কাউন্টারের ভেতরে থাকা একজন কর্মচারি তাদের লাইনে দাঁড়াতে বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা।
এসময় তারা বেশ কয়েকজন টিকেট কাউন্টারের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েন এবং ওই কর্মচারীকে টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের বোঝানোর চেষ্টা করলে উল্টো ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা তাকে ধাক্কাধাক্কি, অকথ্য ভাষায় গালিগালাজ এবং লাঞ্ছিত করেন। পরে, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়টি স্থানীয় প্রশাসন ও রেলের ঊর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানা গেছে। স্টেশনের কর্মকর্তাদের সাথে পরামর্শ করে সেখানকার নিরাপত্তার বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার জানান, লাইনে দাঁড়িয়ে ছাত্রলীগের একজন টিকেট সংগ্রহ করতে গিয়েছিল। কিন্তু স্টেশনে ব্ল্যাকে টিকিট বিক্রি করতে দেখে কয়েকজন কাউন্টারের ভেতরে থাকা রেল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানতে চাইলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনাটি যেন বড় আকার ধারণ না করে সেজন্য পরে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করি। কিন্তু ঘটনা উল্টোভাবে সাজিয়ে আমার সম্মানক্ষুন্ন করার চেষ্টা করছে একটি পক্ষ, যা খুবই দু:খজনক।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এসএইচ
Leave a reply