Site icon Jamuna Television

এক লাখেরও বেশি মানুষকে চাকরি পেতে সাহায্য করেছেন বিজয়!

বিজয় সেতুপতি, তামিল চলচ্চিত্রের দুনিয়ায় যিনি ‘মাক্কাল সেলভান’ নামে পরিচিত। যার অর্থ ‘জনগণের ধন’। তামিল এ অভিনেতা ও প্রযোজক ভক্তদের কাছেও বেশ জনপ্রিয়। শুধু অভিনেতা নয়; সমাজকর্মী ও পরোপকারী হিসেবেও তার জুড়ি মেলা ভার।

লক্ষাধিক মানুষ চাকরি পাওয়ার এই কাজে বীররাঘবন নামের এক ব্যক্তির মূখ্য ভূমিকা আছে। যিনি একটি অলাভজনক বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত। সংস্থাটি বিনামূল্যে তরুণদের তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়ার কাজও করে সংস্থাটি।

বীররাঘবনের পেশা ছিল সরকারি স্কুলের শিক্ষকতা। এর ফাঁকে ২০১৬ সালে শুরু করেন কর্মহীন যুবকদের চাকরি খুঁজে পেতে সাহায্য করা। ২০১৯ সাল নাগাদ তিন হাজার জনেরও বেশি তরুণ-তরুণীকে চাকরি পেতে সাহায্য করেন তিনি। এরপর ওই বছরই বীররাঘবন সরকারি চাকরি ছেড়ে সব সময়ের জন্য কর্মহীন যুবককে চাকরি খুঁজে দেয়ার কাজে ব্রতী হন।

বিজয় সেতুপাতি বিষয়টি জানার পর একটি রিয়েলিটি শো-তে অতিথি হিসেবে বীররাঘবনকে আমন্ত্রন করেন। ওই শো এর নাম ছিল ‘নাম্মা ওরু হিরো’, যার অর্থ ‘আমাদের গ্রামের নায়ক’। আর সঞ্চালক ছিলেন বিজয়। অনুষ্ঠানের শ্যুটিং শেষ হওয়ার পরে বীররাঘবনকে যথাসাধ্য সাহায্য করবেন বলে আশ্বাস দেন বিজয়।

টিভিতে অনুষ্ঠানটি সম্প্রচার হওয়ার পর বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ফোন আসতে থাকে বীররাঘবনের কাছে। এরপর বিষয়টি বিজয়কে জানানো হলে বীররাঘবনকে অফিস তৈরি করে দেন। অফিস চালানোর জন্য বিজয় তাকে কর্মচারীর ব্যবস্থা করে দেন বলেও জানান বীররাঘবন। পাশাপাশি বীররাঘবন ও অফিসের সব কর্মীর বেতনের দায়িত্বও নেন বিজয়।

২০২২ সালের ২০ মার্চ মোট এক লক্ষ ১৩৩ জনকে চাকরি পেতে সাহায্য করে এই বেসরকারি সংস্থা। এর অনেকটা কৃতিত্ব বিজয়েরই।

/এমএন

Exit mobile version