মুক্তির প্রথম দিনেই রেকর্ড, ‘বাহুবলী-২’ কেও ছাপিয়ে গেল ‘আরআরআর’

|

ছবি: সংগৃহীত।

মুক্তির প্রথম দিনেই সারা বিশ্বে ২২৩ কোটি রুপির ব্যবসা করে ফেলল এস এস রাজামৌলীর ছবি আরআরআর (রাইজ রোর রিভোল্ট)। বড় বাজেটের এই ছবি প্রথম দিনেই বাহুবলীর দীর্ঘদিনের রেকর্ডকেও পেছনে ফেলে দিয়েছে। ‘বাহুবলি-২’ ছবিটির পরিচালক ছিলেন এস এস রাজামৌলী। তাই এক হিসেবে বলা চলে, নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন এই পরিচালক।

২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। ছবিটিতে রাম চরণ এবং জুনিয়র এনটিআরের পাশাপাশি অভিনয় করেছে বলিউডের আলিয়া ভাট, আছেন অজয় দেবগনও। ব্যাপক প্রচার-প্রচারণার মধ্য দিয়ে ছবিটি প্রথম থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। শনিবার অর্থাৎ ২৬ মার্চ চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ছবিটির ব্যবসায়ীক সফলতার কথা তুলে ধরেন।

৫৫০ কোটি রুপি বাজেটের এই ছবিটি প্রথম দিনের বিশ্বব্যাপী ব্যবসার নিরিখেই ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়কারী ছবির তকমা পেতে চলেছে। গত সপ্তাহজুড়ে রাম চরণ, এনটিআর ও রাজামৌলী বিভিন্ন শহরে ঘুরছেন প্রচারের জন্য। বরোদা, দিল্লি, জয়পুর, অমৃতসরের স্বর্ণমন্দিরসহ কলকাতাতেও ভ্রমণ করেছেন তিন তারকা। নির্মাতারা প্রায় ৩৩৬ কোটি টাকা ঢেলেছেন ‘আরআরআর’কে পর্দায় ফুটিয়ে তুলতে। আবার জিএসটি এবং অভিনেতাদের পারিশ্রমিকের হিসাব ছিল আলাদা। প্রথম দিনেই সেই ছবির লাভের অঙ্কে স্বস্তির নিশ্বাস পরিচালক-প্রযোজকদের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply