Site icon Jamuna Television

‘এক মাসে কমপক্ষে ১ হাজার ৩৫ বেসামরিক ইউক্রেনীয় নিহত’

ছবি: সংগৃহীত

রুশ আগ্রাসনে গেল এক মাসে ইউক্রেনে কমপক্ষে এক হাজার ৩৫ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। তথ্যটি জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা (ওএইচসিএইচআর)। ইউএন নিউজের খবর।

ওএইচসিএইচআর জানায়, রুশ আগ্রাসনে নিহতদের মধ্যে শিশু রয়েছে ১৩৬ জন। আর ২০০ শিশুসহ গুরুতর আহতের সংখ্যা সাড়ে ১৬’শ ছাড়িয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করেছে সংস্থাটি।

ছবি: সংগৃহীত

দ্য অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের বেশিরভাগই বোমা, রকেট, মিসাইলের মতো শক্তিশালী অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছে। হামলা শুরুর পর থেকে ইউক্রেন ছেড়েছে এখনও পর্যন্ত ৩৭ লাখ মানুষ। আর ঝুঁকিপূর্ণ এলাকায় আটকা পড়েছেন আরও প্রায় ১৩ লাখ বাসিন্দা।

আরও পড়ুন: ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমনে ধরাশায়ী রুশ বাহিনী

এম ই/

Exit mobile version