Site icon Jamuna Television

লারা দত্তের বাড়ি সিল করলো প্রশাসন, অভিনেত্রীসহ গৃহবন্দী গোটা পরিবার!

ছবি: সংগৃহীত।

ভারতীয় অভিনেত্রী লারা দত্তের বাড়ি সিল করে ‘মাইক্রো কন্টেনমেন্ট জোন’ হিসেবে ঘোষণা করেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। একজন পাপারাজ্জি অভিনেত্রীর বাড়ির সামনে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই বিষয়টি সামনে এসেছে।

যদিও এর আসল কারণ অভিনেত্রীর পক্ষ থেকে এখনও জানা যায়নি। তার ইনস্টাগ্রাম আর টুইটার অ্যাকাউন্টে এ নিয়ে এখনও তার কোনো পোস্ট চোখে পড়েনি। তবে লারার ঘনিষ্ঠদের সূত্রে দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, করোনা আক্রান্ত হয়েছেন তিনি। বাড়ির কোনো সদস্যের থেকেই তিনি সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, লারাকে শেষ দেখা গিয়েছিল রঞ্জিত তিওয়ারি পরিচালিত ‘বেল বটম’ ছবিতে। অক্ষয় কুমার, হুমা কুরেশিদের পাশাপাশি ইন্দিরা গান্ধির চরিত্রে নজর কেড়েছিলেন লারা। এ ছাড়াও ‘হিকাপস অ্যান্ড হুকআপস’, ‘কোন বনেগি শিখরওয়াতি’-র মতো ওয়েব সিরিজে দেখা গেছে তাকে।

এসজেড/

Exit mobile version