‘মনস্টার মিসাইল’ উৎক্ষেপণের আগে বাদশাহী ঢঙে কিমের আগমন (ভিডিও)

|

ছবি: সংগৃহীত।

সম্প্রতি উত্তর কোরিয়া উৎক্ষেপণ করে হোয়াসং-১৭ ক্ষেপণাস্ত্র। সামরিক বিশেষজ্ঞারা একে আখ্যায়িত করছেন ‘মনস্টার মিসাইল’ হিসেবে। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণকালে সরাসরি উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে উৎক্ষেপণের আগে তার আগমনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবারে (২৫ মার্চ) প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, আস্তে আস্তে স্লাইডিং দরজা খোলার পর বেরিয়ে আসছেন কিম। তার পরনে ছিল কালো জ্যাকেট, কালো সানগ্লাস ও পাশে সামরিক দুই কর্মকর্তা। এর পিছনে ছিল ক্ষেপণাস্ত্রবাহী সেই গাড়ি।

প্রসঙ্গত, এ বছরের শুরু থেকেই জোরালোভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে উত্তর কোরিয়া। এ সময়কালে প্রায় ডজনখানেক বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ। চলতি বছরের ৫ ও ১০ জানুয়ারি পরীক্ষার পর দেশটি জানিয়েছিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হয়েছে তারা। তবে এবার ক্ষেপণাস্ত্র ছোড়ার সাথে সাথে কিমের এমন ফটোশ্যুট বিশ্ববাসীকে উত্তর কোরিয়ার সামরিক শক্তিকে ফুটিয়ে তোলার ভিন্ন এক কৌশল বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। সূত্র: দ্য গার্ডিয়ান ও দৈনিক আনন্দবাজার।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply