Site icon Jamuna Television

তালে অগ্নুৎপাত, সুনামির আশঙ্কা

ম্যানিলার তাল আগ্নেয়গিরি থেকে সৃষ্ট অগ্ন্যুৎপাতে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার তাল নামক আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের খবর পাওয়া গেছে। অগ্নুৎপাতের পর আগ্নেয়গিরির নিকটস্থ উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। খবর দ্য ম্যানিলা টাইমসের।

শনিবার (২৬ মার্চ) সকাল ৭টায় অগ্নুৎপাত শুরু হয় বলে জানা গেছে। 

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলোজি এক বিবৃতিতে জানিয়েছে, তাল আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই ও ধোঁয়া উদগিরণ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আশেপাশের এলাকাগুলো থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। হ্রদ সংলগ্ন গ্রামগুলোতে ১২ হাজারের বেশি মানুষের বসবাস।

বিপজ্জনক মাত্রায় দ্রুত গতিতে নির্গত হওয়া গ্যাস, ছাই ও আবর্জনা প্রবাহের পাশাপাশি সুনামিও হতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

/এসএইচ

Exit mobile version