Site icon Jamuna Television

পুতিনের ধমক খেয়ে হৃদরোগে আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী, ইউক্রেনের দাবি

ছবি: সংগৃহীত

ইউক্রেনের মন্ত্রী আন্তন গেরাশচেঙ্কো দাবি করেছেন, ভ্লাদিমির পুতিনের ধমক খেয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ইউক্রেনে স্পেশাল মিলিটারি অপারেশন সফলতার মুখ না দেখায় রুশ প্রেসিডেন্ট পুতিনের তিরস্কারের মুখে পড়েন শোইগু। গত ১১ মার্চের এই ঘটনার পর থেকে রুশ প্রতিরক্ষামন্ত্রী আর জনসম্মুখে দেখা যায়নি বলেওই দাবি করেন গেরাশচেঙ্কো। খবর দ্য টেলিগ্রাফের।

সের্গেই শোইগুকে কোথাও দেখা না যাওয়ায় ডালপালা মেলেছে বেশকিছু গুজব। টেলিগ্রাফের প্রতিবেদনটিতে ধারণা করা হয়, আচমকা শোইগুর এভাবে পর্দার অন্তরালে চলে যাওয়া হয়তো ইঙ্গিত দেয় যে, এখনও কিয়েভ বা খারকিভের মতো উল্লেখযোগ্য শহরগুলোর দখল নিতে পারার ব্যর্থতাস্বরূপ ক্রেমলিনের শাস্তি পেতে হয়েছে প্রতিরক্ষামন্ত্রীকে। গার্ডিয়ানের আরেক প্রতিবেদনে জানানো হয়, ক্রেমলিনের প্রাত্যাহিক সংবাদ সম্মেলনে সের্গেই শোইগুর অন্তরালে থাকা নিয়ে জানতে চাওয়া হয়েছিল। ক্রেমলিনের মুখপাত্র এর জবাবে বলেন, ইউক্রেনে সেনা অভিযানের সময়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন প্রতিরক্ষামন্ত্রী। আর এ অবস্থায়, গণমাধ্যমের সাথে হাজির হবার মতো ফুরসত তার নেই।

আরেক প্রতিবেদনে সিএনএন বলেছে, নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল বৈঠকে দেখা গেছে সের্গেই শোইগুকে। সেখানে রুশ প্রতিরক্ষামন্ত্রীকে রুশ হামলার হালনাগাদ তথ্য পরিবেশন করতে বলা হয়। সরাসরি সম্প্রচারের মাঝে তখন রেকর্ডেড ফুটেজ ব্যবহার করা হয়। তাই শোইগুকে সরাসরি কথা বলতে দেখা যায়নি সেখানে।

আরও পড়ুন: ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমনে ধরাশায়ী রুশ বাহিনী

এম ই/

Exit mobile version