Site icon Jamuna Television

অনাস্থা ভোটের আগে ‘বড় ধরনের সারপ্রাইজ’ দেবেন ইমরান খান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জাতীয় পার্লামেন্টে অনাস্থা ভোটের আগে প্রতিপক্ষদের ‘বড় ধরনের সারপ্রাইজ’ দেবেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে, গত বুধবার (২৩ মার্চ) আত্মবিশ্বাসী ইমরান খান জানান, বিরোধীদের বিরুদ্ধে ‘অনাস্থা ম্যাচে’ তিনিই বিজয়ী হবেন। খবর দ্য ডনের।

ইসলামাবাদে সাংবাদিকদের সাথে এক বৈঠকে ইমরান খান বলেন, আমার বিরোধীরা তাদের হাতের সব কার্ড দেখিয়ে ফেলেছেন, এখন তাদের জন্য অপেক্ষা করছে বিশাল এক সারপ্রাইজ। এ সময় সাংবাদিকদের ইমরান সাফ জানিয়ে দিয়েছেন, কোনো পরিস্থিতিতেই অনাস্থা ভোটের আগে পদত্যাগ করবেন না তিনি।

প্রসঙ্গত, গত ৮ মার্চ ইমরান খানের বিরুদ্ধে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধীজোট। ওই প্রস্তাবে বলা হয়, ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ পার্টি থেকে একদল এমপি বেরিয়ে যাওয়ায় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইমরান। এর প্রেক্ষিতেই ২৫ মার্চ অনাস্থা প্রস্তাবের উপর অধিবেশন ডাকেন স্পিকার।

উল্লেখ্য, ইতোমধ্যেই দলত্যাগী এমপিদের পার্টিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, বাবা-মায়েরা যেমন তার সন্তানদের অপরাধ ক্ষমা করেন, তেমনভাবে পার্টিতে ফিরে এলে দলত্যাগী এমপিদেরও ক্ষমা করে দেবেন তিনি।

/এসএইচ

Exit mobile version