Site icon Jamuna Television

সাতষট্টি বছর বয়সী প্রেমিকার সাথে লিভ ইনে থাকতে চান যুবক, আদালতে আবেদন

ছবি: সংগৃহীত।

ভারতে সাতষট্টি বছর বয়সের রামকলির সাথে প্রেমের সম্পর্কে জাড়িয়েছেন বছর ২৮ এর প্রেমিক ভোলু। তবে বিয়ে করতে চান না তারা। তাই লিভ ইন সম্পর্কে থাকতে আদালতে আবেদন করেছেন এই যুবক। পরে বিয়ের দাবি তুলে কোনো পক্ষ যাতে ঝামেলা না করে তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। এ নিয়ে ওই এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। খবর দ্য জার্নালের।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মোরেনা জেলার কৈলারস এলাকায়। প্রেমিক ভোলু জানিয়েছেন, গত ছয় বছর ধরেই তারা লিভ ইন সম্পর্কে রয়েছেন। আগামী দিনেও এই সম্পর্ক বজায় রাখতে চান তারা। তবে বিয়ে করতে চান না কিছুতেই। তাই পরে এ নিয়ে যাতে দু’জনের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি না হয়, তাই আদালতের দ্বারস্থ হয়েছেন।

তবে গোয়ালিয়র জেলা আদালতের আইনজীবী প্রদীপ অবস্থি জানান, শহরে এখন লিভ ইন সম্পর্ক অনেক বেড়ে গেছে। অনেক সময় সেই সম্পর্কে ঝামেলার সূত্রপাত হয়। সেই ঝামেলা থেকে বাঁচতে অনেকে নোটারি করান। কিন্তু আইনত সেই সব নথির কোনো মান্যতা নেই।

এসজেড/

Exit mobile version