ছবি: সংগৃহীত
মাধ্যমিক স্কুল পুনরায় খুলে দেয়ার দাবিতে কাবুলে বিক্ষোভ করেছেন একদল স্কুলছাত্রী। খবর দ্য গার্ডিয়ানের।
শনিবার (২৬ মার্চ) সকালে কাবুলে তালেবানের শিক্ষা মন্ত্রণালয়ের সামনে স্কুল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন তারা। এসময় ‘স্কুল খুলে দাও, ন্যায়বিচার-ন্যায়বিচার’, ‘শিক্ষা আমাদের অধিকার, মেয়েদের স্কুলের দরজা খুলুন’ ইত্যাদি স্লোগান দেন। এসময় বিক্ষোভরত নারী ও মেয়েদের ওপর কড়া নজর ছিল সশস্ত্র তালেবান সদস্যদের।
প্রসঙ্গত, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সপ্তাহে আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক স্কুলগুলো খুলে দেয়া হয়। কিন্তু মেয়েরা স্কুলে পৌঁছানোর পর আকস্মিকভাবে পুনরায় স্কুল বন্ধের নির্দেশ দেয় তালেবান। দেশটির ক্ষমতাসীন গোষ্ঠীর এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মহল।
/এসএইচ
Leave a reply