Site icon Jamuna Television

মাস্টারপ্লান করেই বঙ্গবন্ধু ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: তাপস

জাতির পিতা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পুরো মাস্টারপ্লান সম্পন্ন করেই ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (২৬ মার্চ) বিকেলে গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তাপস এ কথা বলেন।

তাপস বলেন, বঙ্গবন্ধু জানতেন ২৫ মার্চের গোলটেবিল বৈঠক ভেঙে যাবে। আর বৈঠক ভেঙে গেলে পশ্চিম পাকিস্তান আমাদেরকে আক্রমণ করবে। বঙ্গবন্ধু এ দেশকে কোনো বিচ্ছিন্নতাবাদী দেশ হিসেবে গড়তে চাননি। তিনি বাঙালি জাতির যে অধিকার, তা সারাবিশ্বকে দেখাতে চেয়েছেন।

মুক্তিযুদ্ধের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে বঙ্গবন্ধুকে অপেক্ষা করতে হয়েছিল জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, সেজন্যই বঙ্গবন্ধু ৭ই মার্চ স্বাধীনতার ঘোষণা দেননি। আজকাল অনেকেই ভুল করে বলে ফেলেন ৭ই মার্চেই স্বাধীনতার ঘোষণা দেয়া হয়েছে। আসলে ৭ই মার্চ ছিল স্বাধীনতা সংগ্রামের আহ্বান। জাতির পিতা বঙ্গবন্ধু ঠিক করে রেখেছিলেন, সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই স্বাধীনতার ঘোষণা দেবেন।

জেডআই/

Exit mobile version