Site icon Jamuna Television

ছত্তিশগড়ে নিহত মাওবাদীর সংখ্যা বেড়ে ২৭

ভারতের ছত্তিশগড় এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত মাওবাদী গেরিলাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। সোমবার, ইরাবতী নদী থেকে উদ্ধার হয় আরও ১১ জনের মরদেহ।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জানানো হয়, মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্ত এলাকায় মিলেছে নিহতদের দেহাবশেষ। এদের মধ্যে, রয়েছে দু’জন নারী। আগের দিনই, ঐ এলাকায় চালানো অভিযানে এনকাউন্টারে ১৬ মাওবাদী গেরিলার মৃত্যুর কথা জানায় নিরাপত্তা বাহিনী।

বনাঞ্চলে মাওবাদীদের গোপন ঘাঁটির তথ্য নিশ্চিত হওয়ার পর অভিযান চালায় পুলিশের সি-সিক্সটি কমান্ডোস ও সিআরপিএফ’র ব্যাটেলিয়ন-নাইন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও চিকিৎসা সরঞ্জাম। এখনও, নকশালদের পক্ষ থেকে চোরাগুপ্তা হামলার আশঙ্কা দূর হয়নি। তাই সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী।

Exit mobile version