Site icon Jamuna Television

লিভিভে হামলা করে বাইডেনকে রাশিয়ার হুঁশিয়ারি

একের পর এক রকেট হামলায় কেঁপে উঠলো ইউক্রেনের শহর লিভিভ। দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো হয় মিসাইল হামলা। এমন সময় হামলার শিকার হলো শহরটি যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সফর করছিলেন প্রতিবেশী পোল্যান্ডে। এই হামলাকে প্রেসিডেন্ট বাইডেনের প্রতি হুঁশিয়ারি বার্তা বলে আখ্যা দেন শহরটির মেয়র।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (২৬ মার্চ) বিকেলের দিকে পরপর তিনটি বিস্ফোরণ হয়। ঘণ্টাখানেকের মধ্যে হয় আরেক দফা হামলা। ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় একটি তেলের মজুতকেন্দ্র ও একটি সামরিক প্ল্যান্ট। দুটির অবস্থানই আবাসিক এলাকায়। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমান হামলার সাইরেন শুনে আগেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে যায় বাসিন্দারা।

হামলা শুরুর পর থেকে কিছুটা নিরাপদে ছিল লিভিভ। মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবীরাসহ বাস্তুচ্যুত অনেকে আশ্রয় নেয় শহরটিতে।

/এডব্লিউ

Exit mobile version