ইউক্রেনে পৌঁছেছে জার্মানির দেয়া ১৫০০ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে পৌঁছেছে জার্মানির দেয়া ১৫০০ স্ট্রেলা বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ১০০ এমজি৩ মেশিনগানের চালান। বুধবার (২৩ মার্চ) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবকের ঘোষণার পড়ে এই চালান ইউক্রেনে পৌঁছালো।

রিপাবলিকান ওয়ার্ল্ড’র প্রতিবেদনে বলা হয়, বিরোধপূর্ণ অঞ্চলে অস্ত্র না পাঠানোর ঐতিহাসিক নীতি থেকে সরে এসে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে অস্ত্র পাঠালো জার্মানি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক বলেছেন, এই পরিস্থিতিতে আমরা সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশের একটি। এ জন্য গর্বিত নই। তবে ইউক্রেনকে সাহায্য করতে এটা আমাদের করতে হবে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের এক মাস পার হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর ইউক্রেনের আকাশসীমা ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা এবং মিত্র দেশগুলোর কাছ থেকে যুদ্ধবিমান চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply