স্ত্রীর মৃত্যুর পরে এবার রক্তের সংক্রমণজনিত কারণে হাসপাতালে ভর্তি হতে হলো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে। গত মঙ্গলবার সিনিয়র বুশের স্ত্রী বারবারা মারা যান।
৯৩ বছর বয়সী সাবেক এ মার্কিন প্রেসিডেন্টকে রোববার হাউস্টন মেথোডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। তার অবস্থার উন্নতি ঘটছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলাকালে যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট উপস্থিত অনেককে অভিবাদন জানান এবং করমর্দন করেন। তিনি নিজে ও তার ছেলে জর্জ ডব্লিউ বুশসহ যুক্তরাষ্ট্রের চার সাবেক প্রেসিডেন্ট এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যমুনা অনলাইন: টিএফ

