Site icon Jamuna Television

চট্টগ্রামে এবার ড্রেনে পড়ে গেলো এক শিশু, ভিডিও ভাইরাল

চট্টগ্রামে ফুটপাতে ড্রেনের খোলা অংশে পড়ে গিয়েও ভাগ্যক্রমে বেঁচে গেলো এক শিশু। শনিবার (২৬ মার্চ) নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

শিশুটির পড়ে যাওয়ার সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, মায়ের সাথে ফুটপাতে হেঁটে যাচ্ছিল শিশুটি। ঢাকনার মুখ উন্মুক্ত থাকায় একপর্যায়ে ড্রেনে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে। তবে ওই শিশু এবং তার মায়ের পরিচয় জানা যায়নি।

এর আগে গত বছরের আগস্টে ২৭ আগস্ট নগরীর মুরাদপুর এলাকায় জলাবদ্ধতার সময় ড্রেনে পড়ে যান সালেহ আহম্মেদ নামে এক সবজি ব্যবসায়ী। খোঁজ মেলেনি তার। আগস্টে ড্রেনে পড়ে মারা যান আরও এক কলেজছাত্রী। এছাড়া গত ছয় বছরে নালা-নর্দমা ও খালে পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন মারা যান গত বছরের ৩০ জুন। ওই দিন নগরের মেয়র গলি এলাকায় খালে পড়ে সিএনজি চালক ও এক যাত্রীর মৃত্যু হয়।

এতকিছুর পরও কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগের কথা জানা যায়নি।

/এডব্লিউ

Exit mobile version