Site icon Jamuna Television

নতুন পদ্ধতিতে টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও ভোগান্তি কমেনি

এখনও ভোগান্তি কমেনি রেলযাত্রীদের। নতুন পদ্ধতিতে ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও দেখা যায় ভোগান্তির চিত্র। যাত্রীরা বলছেন, এখন টিকিট মিললেও খুব ধীরগতিতে। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না বলে কাউন্টারে যাত্রীদের ভিড়।

যাত্রীরা বলছেন, ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়ে থাকার পর টিকিট পাওয়া যাচ্ছে। তবে গতকয়েকদিনের চেয়ে টিকিট বিক্রির চিত্র সন্তোষজনক।

ওয়েবসাইটে প্রবেশ করতে না পেরে অনলাইনের টিকিট প্রত্যাশীরাও ভিড় করেন কমলাপুর রেল স্টেশনে। সেখানেও সার্ভার ডাউন আর কারিগরি ত্রুটির কারণে চরম ভোগান্তিতে পড়েন টিকেটপ্রত্যাশীরা। রেল কর্তৃপক্ষ বলছে, সমস্যা সমাধানে সময় লাগবে আরও কয়েকদিন।

/এডব্লিউ

Exit mobile version