Site icon Jamuna Television

অন্ধ্রপ্রদেশে বরযাত্রীর বাস খাদে পড়ে নিহত ৭

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় একটি বরযাত্রীবাহী বাস পাহাড় থেকে খাদে পড়ে ৭ জন নিহত ও অন্তত ৪৫ জন আহত হয়েছেন। শনিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে চিত্তুরের ভাকারাপেটে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বেসরকারি বাসটি অনন্তপুর জেলার ধর্মভরম থেকে ৫২ জন বরযাত্রী নিয়ে চিত্তুরের একটি গ্রামে যাচ্ছিল। বাসটি ঘাট রোড দিয়ে যাওয়ার সময় আদুপুতপ্পি উপত্যকায় পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। তিরুপতির পুলিশ সুপার জানান, চালকের অবহেলার কারণেই বাসটি পাহাড় থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে।

/এনএএস

Exit mobile version