Site icon Jamuna Television

রাজধানীর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে চিকিৎসকের মৃত্যু

রাজধানীর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে ডেন্টিস্ট আহমেদ মাহী বুলবুল নিহত হয়েছেন। ভোর ৫টার পর এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ডা. বুলবুল আজ ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন নোয়াখালী যাওয়ার জন্য। এরপর পরই তাকে ছুরিকাঘাত করা হয়। পুলিশ এটিকে ছিনতাইয়ের ঘটনা বলে অনুমান করলেও নিহতের স্বজনেরা বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ডা. বুলবুল মগবাজার ওয়ারল্যাসের রংপুর ডেন্টাল নামে একটি চেম্বারে চিকিৎসা দিতেন। সেখানে তিনি দরিদ্র ও নিম্নবিত্তদের বিনামূল্যে চিকিৎসা করতেন। ডাক্তারি সেবার পাশাপাশি ঠিকাদারির সঙ্গেও জড়িত ছিলেন নিহত ডা. আহমেদ মাহী বুলবুল।

/এডব্লিউ

Exit mobile version