Site icon Jamuna Television

ইউক্রেনে প্রতি দুই জনে একজন শিশু বাস্তুচ্যুত: ইউনিসেফ

ছবি: সংগৃহীত

চলমান রুশ আগ্রাসনে ইউক্রেনে প্রতি দুই জনে একজন শিশু বাস্তুচ্যুত। শনিবার (২৬ মার্চ) এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ইউএন নিউজে প্রকাশিত হয়েছে এই তথ্য।

সংস্থাটি জানায়, বিপর্যস্ত দেশটিতে সবচেয়ে করুণ দশা শিশুদের। এ পর্যন্ত দেশ ছেড়ে শরণার্থী হয়েছে ১৮ লাখের বেশি শিশু। দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত আরও প্রায় ২৫ লাখ। চলমান সংঘাতে ইউক্রেনের অর্ধেক শিশু ক্ষতিগ্রস্ত বলে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ। শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার শঙ্কাও জানাচ্ছে তারা।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ইউক্রেনে গেল এক মাসের সংঘাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৩৬ শিশু। গুরুতর আহত আরও প্রায় দুই শতাধিক।

আরও পড়ুন: ‘ইউক্রেনে রুশ আগ্রাসনে প্রাণ হারিয়েছে প্রায় একশো শিশু’

এম ই/

Exit mobile version