Site icon Jamuna Television

টিপু-প্রীতি হত্যাকাণ্ড: ঘটনার একদিন আগেও ওঁত পেতেছিল হত্যাকারী, জানালেন ডিবি প্রধান

ছবি: সংগৃহীত।

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতিকে গুলি করে হত্যাকারী মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ নিয়ে একটি সংবাদ সম্মেলনে ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার জানান, ঘটনার একদিন আগেও ওই এলাকায় ওঁত পেতেছিল মাসুম। পরদিন গুলি করতে সক্ষম হয় সে।

গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর শাহজাহানপুরে প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ নিয়ে রোববার (২৭ মার্চ) মিন্টো রোডে ডিবির কার্যালয়ে এ নিয়ে একটি সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেখানে ডিবি প্রধান জানান, ভাড়াটে খুনি মাসুম পাঁচদিন আগেই এ কাজে চুক্তিবদ্ধ হয়েছিল। তিনদিন আগে সে টিপুরি নাম জানতে পারে। ঘটনার পরদিন গাড়িতে করে জয়পুরহাটে চলে যায় হত্যাকারী ৷ সেখানে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করে। পরে সে বগুড়ায় অবস্থান নিলে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

মাসুমের নামে আরও একটি হত্যা মামলা রয়েছে বলে জানান ডিবি প্রধান। ইন্ধনদাতাসহ বাকি সবাইকে খুঁজে বের করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এ দিকে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে সকালে সামিয়া আফনান প্রীতির বাসায় যান সরকারি বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধি দল। কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহারের নেতৃত্বে ৭ সদস্যের দলটি দীর্ঘ সময় প্রীতির বাবা-মায়ের সাথে কথা বলেন। প্রীতি হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান বদরুন্নেসার অধ্যক্ষ। তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়৷ এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন অধ্যাপক সাবিকুন নাহার। বদরুন্নেসা কলেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলেজ উল্লেখ করে তিনি হত্যার বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এসজেড/

Exit mobile version