Site icon Jamuna Television

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পুড়িয়ে দেয়া হলো বাবার অটোরিকশা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে স্কুল পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদের জের ধরে মো. ইব্রাহিমের ব্যাটারিচালিত অটোরিকশাটি পুড়িয়ে দেয়া হয়েছে। অটোরিকশাটিই তাদের উপার্জনের একমাত্র মাধ্যম ছিল। রোববার (২৭ মার্চ) দুপুরে ভুক্তভোগী ইব্রাহিম প্রতিবেশী মো. শরীফের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (২৬ মার্চ) রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের আলী হাজ্বী বাড়ির সামনে রাখা অটোরিকশাটি খড়কুটা ও কাঠ দিয়ে পুড়িয়ে দেয়া হয়৷

অভিযোগ সূত্র জানায়, প্রায় এক বছর ধরে শরীফদের বাড়ির সামনে ইব্রাহিম রাতে অটোরিকশাটি রাখতো। এরমধ্যেই ইব্রাহিমের স্কুলপড়ুয়া মেয়েকে শরীফ প্রায়ই উত্যক্ত করতো৷ এনিয়ে শরীফের বিরুদ্ধে এলাকায় একাধিকবার সালিশি বৈঠক হয়। তখন থেকেই শরীফ ক্ষিপ্ত হয়ে উঠে। কয়েকদিন ধরে শরীফ বিভিন্নভাবে ইব্রাহিমকে হুমকি দেয়৷ বাড়ির সামনে অটোরিকশা রাখলে পুড়ি দেয়ার হুমকিও দেয় শরীফ।

প্রতিদিনের মতো শনিবার রাতে ওই বাড়ির সামনেই ইব্রাহিম অটোরিকশাটি রেখে যায়। রাতের কোনও একসময় ওই রিকশাটি খড়কুটা ও কাঠ দিয়ে পুড়িয়ে দেয়া হয়৷

ভুক্তভোগী মো. ইব্রাহিম বলেন, শরীফ আমার অটোরিকশা পুড়িয়ে দেবে বলে বিভিন্ন মাধ্যমে শাসিয়েছে। সেই আমার অটোরিকশা পুড়িয়ে দিয়েছে। উপার্জনের একমাত্র মাধ্যমটি পুড়িয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে। স্ত্রী-সন্তানদের মুখে আমি ভাত তুলে দেবো কিভাবে।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জসিম উদ্দিন বলেন, খবর পেয়েই ঘটনাস্থল গিয়েছি। ঘটনাটি ন্যক্কারজনক। ইব্রাহিমকে আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এনএএস

Exit mobile version