Site icon Jamuna Television

‘মানসিক সমস্যায় অনেকেই বড় আসর ছেড়ে যায়, আমরা ভাবতেই পারি না’

গণমাধ্যমের সাথে কথা বলছেন মাশরাফী বিন মোর্ত্তাজা।

ক্রিকেটারদের জন্য মানসিক অবস্থা নিয়ে টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা বলেন, মানসিক অবস্থা খারাপ হওয়ার কারণে অনেক ক্রিকেটারই বড় বড় আসর থেকে নিজেদের দরিয়ে নিয়েছেন, যা আমরা ভাবতেই পারি না।

রোববার (২৭ মার্চ) গণমাধ্যমের সাথে কথা বলার সময় বিভিন্ন বিষয়ে কথা বলেন বাংলাদেশের ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ মাশরাফী। টেস্টে বাংলাদেশের অবস্থা নিয়ে তিনি বলেন, টেস্ট অনেক চ্যালেঞ্জিং। এখানে একটা জয় বা ড্র বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। টেস্টে কেবল একটি সেশন খারাপ করেও ম্যাচ হারতে হয়। তবে মমিনুল যেভাবে দলকে সাজিয়েছে তাতে তাকে অভিবাদন জানাই।

মা, সন্তানদের অসুস্থতা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। সে বিষয়ে মাশরাফী বলেন, সাকিবের স্যাক্রিফাইস অবিশ্বাস্য। সে সিরিজটা জিততে চেয়েছিল। সাকিবকে অভিবাদন।

কোচ রাসেল ডমিঙ্গোকে যখন সরিয়ে দেয়ার ব্যাপারে অনেক কথা হচ্ছিল, সে সময় মাশরাফী অনেকটাই স্রোতের বিপরীতে গিয়ে ডমিঙ্গোর পাশে দাঁড়িয়েছিলেন। সে প্রসঙ্গে টাইগারদের সাবেক অধিনায়ক বলেন, সিস্টেম না পাল্টালে কেবল একজন-দু’জনকে সরিয়ে কোনো লাভ হবে না। পরিকল্পনা হওয়া উচিত দীর্ঘমেয়াদী।

আরও পড়ুন: ‘যে যত সোশ্যাল মিডিয়ায় থাকবে, সে তত প্রেসার নেবে’

এম ই/

Exit mobile version