Site icon Jamuna Television

নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আজহার মিয়া নামে একজন নিহত হয়েছেন। নিহত আজহার মিয়া (৪৫) পেশায় মালবাহী নৌকার মাঝি। তিনি গৌরিপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।

শনিবার (২৬ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার গৌরিপুর দক্ষিণ পাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গৌরীপুর গ্রামের মোল্লাবাড়ি ও পাঠান বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে আগেও দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মধ্যে মামলা চলমান রয়েছে। পূর্ব বিরোধের জেরে শনিবার রাতে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই পাঠান বাড়ির সমর্থক নৌকার মাঝি আজহার মিয়ার মৃত্যু হয়।

প্রতিপক্ষ মোল্লা বাড়ির লোকজনের দাবি, তারা এলাকা ছাড়া থাকার সুযোগে পাঠান বাড়ির লোকজন পরিকল্পিতভাবে নিজেরাই হত্যাকাণ্ড ঘটিয়ে পাল্টা অভিযোগ ও প্রতিপক্ষ লোকজনের বাড়িঘর ভাংচুর করেছে।

এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয় বলেও অভিযোগ এসেছে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসজেড/

Exit mobile version