Site icon Jamuna Television

ব্রেন ক্যান্সার আক্রান্ত মোশাররফ রুবেলের পাশে সাকিব আল হাসান

ছবি: সংগৃহীত

ব্রেন ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পাশে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের মোনার্ক মার্ট।

চিকিৎসার জন্য রুবেলের পরিবারের কাছে সাকিব আল হাসানের এই ই-কমার্স প্রতিষ্ঠানটি ১৫ লাখ টাকা হস্তান্তর করবে বলে জানা গেছে। রোববার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর মতিঝিলে মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান কার্যালয়ে মোশারফ হোসেন রুবেলের স্ত্রীর কাছে এই চেক হস্তান্তর করা হবে। বর্তমানে রাজধানীর এক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন মোশাররফ রুবেল। এখন পর্যন্ত মোট ২৪টি কেমোথেরাপি নিয়েছেন এই ক্রিকেটার।

মোশাররফ হোসেন রুবেল। ছবি: সংগৃহীত

এর আগে, ২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। সেই বছরই করা হয় অস্ত্রপচার। ২০২০ সালে সুস্থ হয়ে মাঠে ফেরার প্রস্তুতিও নিচ্ছিলেন এই ক্রিকেটার। তবে নভেম্বরে জানা যায় পুরোনো টিউমারটি আবারও বাড়ছে।

এম ই/

Exit mobile version