Site icon Jamuna Television

মিডিয়া কাপ ফুটবল: জয় দিয়ে শুরু যমুনা টেলিভিশনের

বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে জয় দিয়ে এবারের আসর শুরু করেছে যমুনা টেলিভিশন। নিজেদের প্রথম ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে দৈনিক প্রথম আলোকে।

করোনাভাইরাসের কারণে মাঝে দুই বছর এ টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়নি। রোববার (২৭ মার্চ) মাঠে গড়িয়েছে চলতি বছরের আসর। রাজধানীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে আয়োজিত এবারের টুর্নামেন্ট অংশ নিচ্ছে ২৪টি দল। যেখানে গ্রুপ এফ এর ম্যাচে দৈনিক প্রথম আলোর মুখোমুখি হয় যমুনা টেলিভিশন।

ম্যাচের শুরু থেকেই দৈনিক প্রথম আলোর রক্ষণে একের পর এক আক্রমণ করে যমুনা টেলিভিশন। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা মেলেনি স্ট্রাইকারদের মিসের মহড়ায়। দ্বিতীয়ার্ধেও চলে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা। ম্যাচের শেষ দিকে এসে পরপর দুই গোল করেন যমুনা টেলিভিশনের আসাদুজ্জামান বুলেট।

শেষ পর্যন্ত প্রথম আলো আর ম্যাচে ফিরতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে যমুনা টেলিভিশন। গ্রুপ পর্বের ২য় ম্যাচে আগামী মঙ্গলবার দৈনিক সমকালের মুখোমুখি হবে যমুনা টেলিভিশন।

রোববার টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় যমুনা টেলিভিশন ছাড়াও নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ইনডিপেন্ডেন্ট টেলিভিশন, জি টিভি, টি-স্পোর্টস ও ঢাকা পোস্ট। এছাড়া মানবজমিন ও সময় টেলিভিশন এবং নিউজ ২৪ ও দৈনিক ইনকিলাবের মধ্যকার ম্যাচ দুইটি ১-১ গোলে ড্র হয়েছে। এছাড়া একুশে টেলিভিশন ও কালের কণ্ঠের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হয়।

এদিন সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার টয়লেট্রিজ।

/এমএন

Exit mobile version