Site icon Jamuna Television

সংঘাতে ইউক্রেনে এখন পর্যন্ত ‌১২ সাংবাদিক নিহত

ছবি: সংগৃহীত।

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এখন পর্যন্ত পর্যন্ত ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (২৬ মার্চ) ইউক্রেনের চিফ প্রসিকিউটর ইরিনা ভেনেদিকতোভা এই তথ্য জানান। খবর রিপাকলিক ওয়ার্ল্ডের।

ভেনেদিকতোভা বলেন, নিহত গণমাধ্যমকর্মীদের মধ্যে অনেক বিদেশীও রয়েছে। তারা যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও রাশিয়ার নাগরিক। আহতদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিক রয়েছেন।

কিয়েভের অভিযোগ, আগ্রাসন শুরুর পর থেকেই রুশ বাহিনীর অন্যতম লক্ষ্যে পরিণত হয় ইউক্রেনের গণমাধ্যম। টিভি টাওয়ার ও স্টেশনে গোলাবর্ষণ এবং ধ্বংসযজ্ঞ চালানোর অন্তত ৭টি সাতটি ঘটনা নথিবদ্ধ করা হয়েছে বলে জানায় কিয়েভ।

গত ১৩ মার্চ জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১ বছর বয়সী সাংবাদিক ইরপিনে যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

রুশ বিমান হামলায় প্রাণ গেছে সেদেশের সাংবাদিকেরও। গত ২৪ মার্চ ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ওকসানা বাউলিনা নামে একজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। বাউলিনা দ্য ইনসাইডারের প্রতিবেদক হিসেবে ইউক্রেনে গিয়েছিলেন এবং লিভিভ ও কিয়েভ থেকে দ্য ইনসাইডারের জন্য বেশ কয়েকটি প্রতিবেদন পাঠিয়েছিলেন।

জেডআই/

Exit mobile version