মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক আদালতে যাবে কি না সে সিদ্ধান্ত রোহিঙ্গা জনগোষ্ঠীই নেবে, বাংলাদেশ নয়। তবে, এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করবে বাংলাদেশ, এমন তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
দুপুরে, জাতীয় বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে নতুন নিয়োগ পাওয়া সহকারী জজদের ৩৬তম ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী। এসময়, মানবিক কারণ বিবেচনা করে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বলে উল্লেখ করেন আনিসুল হক ।
যমুনা অনলাইন: টিএফ

