Site icon Jamuna Television

চিত্রনায়িকা পরীমণি হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৭ মার্চ) বিকেলে পরীমণি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পোস্টে পরীমণি হাসপাতালে চিকিৎসারত নিজের হাতের একটি ছবি প্রকাশ করেন ক্যাপশনে তিনি লেখেন, ‘একটি দুর্ঘটনা’। এছাড়া জানান, তিনি রাজধানীর এভাকেয়ার হাসপাতালে ভর্তি।

তবে পরীমণি কীভাবে আহত হয়েছেন এই বিষয়ে তার সঙ্গে কিংবা তার স্বামী রাজের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন পরীমণি। কিছুদিন আগে বিয়ের খবরের সঙ্গে মা হতে যাওয়ার খবরও জানান পরীমণি। আপাতত নতুন অতিথির আগমনের অপেক্ষায় এই দম্পতি।

ইউএইচ/

Exit mobile version