
ছবি: সংগৃহীত।
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে পশ্চিমারা সাহায্য করতে ভয় পায় বলেই মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পশ্চিমা দেশগুলোকে অস্ত্র সরবরাহ করতে ব্যর্থ হওয়ার জন্যও নিন্দা করেন তিনি। রোববার (২৭ মার্চ) এমন খবর প্রকাশ করে আল জাজিরা ও এবিসি নিউজ।
শনিবার গভীর রাতে দেয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আমরা ইতিমধ্যে ৩১ দিন অপেক্ষা করেছি। ইউরো-আটলান্টিক সম্প্রদায়ের দায়িত্বে কে?
জেলেনস্কি বলেন, আমি আজ মারিউপোল রক্ষাকারীদের সাথে কথা বলেছি। আমি তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাদের দৃঢ় সংকল্প, বীরত্ব এবং দৃঢ়তা আশ্চর্যজনক। শহরটি যুদ্ধের সবচেয়ে বড় বঞ্চনা এবং ভয়াবহতার শিকার হয়েছে৷ আর পশ্চিমারা ৩১ দিন ধরে ভাবছে ট্যাঙ্ক ও জেট দেয়ার কথা।
আরও পড়ুন: পুতিনকে নিয়ে বেফাঁস মন্তব্য; বাইডেনের কথায় ও কাজে সংযমের আহ্বান ম্যাকরনের
ইউক্রেন ন্যাটোকে তার এক শতাংশ বিমান এবং এক শতাংশ ট্যাঙ্ক সরবরাহ করতে বলেছে। দেশটি এই যুক্তিতে চাইছে যে, পর্যাপ্ত ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং বিমান ছাড়া ইউক্রেনের অবরুদ্ধ দক্ষিণ বন্দর মারিউপোলে রাশিয়ার আক্রমণ বন্ধ করা অসম্ভব।
জেডআই/
 
				
				
				
 
				
				
			


Leave a reply