Site icon Jamuna Television

রিয়াসাতে মদিনার ভিত্তিতে দেশ গড়তে হবে: ইমরান খান

ছবি: সংগৃহীত।

রিয়াসাতে মদিনার ভিত্তিতে দেশ গড়তে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার (২৭ মার্চ) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লক্ষাধিক কর্মী-সমর্থকের উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

ভাষণে ইমরান খান বলেন, আমাদের নবীও (সা.) আইনের শাসন প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছিলেন। আমি দুর্নীতিবাজদের ছাড় দেব না। কারণ আমার নবী ব্যাখ্যা করেছিলেন যে, গরিবদের শাস্তি দিলে এবং ধনীদের ছাড় দিলে জাতি ধ্বংস হয়ে যায়।

দুর্নীতিবাজদের উদ্দেশে পাকিস্তানের এ প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, পদত্যাগ করতে হলেও দুর্নীতিবাজ নেতাদের ছাড় দেয়া হবে না। পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া ইমরান খান তার ভাষণে সংসদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। কারণ হিসেবে জানান, সংসদ সদস্যদের অর্থের প্রস্তাব দেয়া হয়েছিল এবং ঘুষ দেয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা আমাকে খুশি করেছেন এবং আমি তাদের জন্য গর্বিত।

/এমএন

Exit mobile version