Site icon Jamuna Television

অস্কারে সেরা সহঅভিনেত্রী আরিয়ানা ডিবোস

চলছে ৯৪তম অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ঘোষণা। এরই মধ্যে সেরা সহশিল্পির খেতাব জয় করে নিয়েছেন আরিয়ানা ডিবোস।

ওয়েস্ট সাইড স্টোরিতে অনবদ্য অভিনয়ের জন্য পুরষ্কার ঝুলিতে ভরেন অশ্বেতাঙ্গ এই শিল্পি। এছাড়া বেস্ট সাউন্ড, বেস্ট সিনেমাটোগ্রাফি, প্রোডাকশান ও এডিটিং বিভাগে ৫টি অস্কার জিতে নিয়েছে ‘ড্যুন’ চলচ্চিত্রটি।

ফরাসি বংশোদ্ভুত পরিচালক দ্যঁ ভিলনোভেরের সায়েন্স ফিকশন বেশ সাড়া ফেলেছিল। তবে সর্বোচ্চ ১২ বিভাগে এ বছর মনোনয়ন পেয়েছে দি পাওয়ার অব দ্য ডগ সিনেমাটি। এর মাধ্যমে, দ্বিতীয়বারের মতো নারী হিসেবে সেরা পরিচালকের জন্য মনোনীত হয়েছেন নিউজিল্যান্ডের নির্মাতা জেন ক্যাম্পিয়ন।

/এডব্লিউ

Exit mobile version