কক্সবাজার প্রতিনিধি:
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন দ্বীপের বেওয়ারিশ কুকুরগুলোর পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। রোববার (২৭ মার্চ) বিকালে টেকনাফ উপজেলা প্রাণীসম্পদ অধিদফতর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে এ কার্যক্রম শুরু হয়েছে।
সেন্টমার্টিনে বেওয়ারিশ কুকুর বেশি হওয়ায় স্থানীয় বাসিন্দা, আগত পর্যটক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা, পর্যটকসহ এলাকাবাসীকে প্রায়ই কুকুরের আক্রমণের শিকার হতে হচ্ছে। এছাড়া ডিম পাড়তে আসা কচ্ছেও কুকুরের আক্রমণে মারা পড়ছে। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কুকুরগুলোকে ধরে সেন্টমার্টিন থেকে অন্যত্র সরিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করেছে টেকনাফ উপজেলা প্রশাসন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, এলাকাবাসী ও পর্যটকদের কুকুরের আক্রমণ থেকে বাঁচাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ অভিযান সপ্তাহব্যাপী চলবে। টেকনাফের মূল ভূখণ্ডে কুকুরগুলোর পুনর্বাসন করা হবে বলেও জানান তিনি।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, দ্বীপে ৩ হাজারের বেশি বেওয়ারিশ কুকুর রয়েছে। ইতোমধ্যে তাদের কামড়ে অর্ধশতাধিক স্থানীয় ও পর্যটক আহত হয়েছে।
/এডব্লিউ

