Site icon Jamuna Television

গ্রানাডায় ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে উইন্ডিজের সিরিজ জয়

ছবি: সংগৃহীত

গ্রানাডা টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশদের দেয়া মাত্র ২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। প্রথম দুই টেস্ট ড্র হওয়ায় সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিল উইন্ডিজ।

আগের দিনের ৮ উইকেটে ১০৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ইংল্যান্ড। মাত্র ১৭ রান যোগ করেই নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ইংলিশরা। সফরকারীদের হয়ে অ্যালেক্স লিস করেন সর্বোচ্চ ৩১ রান। ক্যারিবীয় মিডিয়াম পেস বোলার কাইল মেয়ার্স নেন সর্বোচ্চ ৫ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের সাবলীল ব্যাটিংয়ে মাত্র ৪ ওভার ৫ বলে জয় তুলে নেয় উইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েট ২০ ও জন ক্যাম্পবেল ৬ রানে অপরাজিত থাকেন। দুর্দান্ত সেঞ্চুরির জন্য ম্যাচ সেরা হন জোশুয়া ডি সিলভা। ৩৪১ রান ও ১ উইকেট নিয়ে সিরিজ সেরা নির্বাচিত হন ক্রেইগ ব্র্যাথওয়েট।

আরও পড়ুন: বোলারের আবেদন ছাড়াই এলবিডব্লিউ, আম্পায়ারকে কারণ দর্শানো নোটিস

এম ই/

Exit mobile version