Site icon Jamuna Television

ঝিনাইদহে গাঁজা গাছসহ গ্রেফতার ১

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত গাঁজা গাছ।

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে গাঁজা গাছসহ আবুল হোসেন মন্ডল (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত আবুল ঐ এলাকার মৃত আবু তালেব মন্ডলের ছেলে।

সোমবার (২৮ মার্চ) ভোরের দিকে হরিনাকুন্ডু উপজেলার হিঙ্গারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে হিঙ্গারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সে সময় একটি গাঁজা গাছসহ আবুলকে হাতেনাতে ধরতে সক্ষম হই

তিনি আরও বলেন, আবুল ওই এলাকার মোক্তার হোসেনের জমি লিজ নিয়ে সবজি চাষের সাথে নিষিদ্ধ গাঁজা চাষ করে আসছিল। এ সময় অভিযান পরিচালনা করে ক্ষেতের ভেতরে লাগানো ৩ কেজি ১৪০ গ্রাম ওজনের সতেজ একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। সেই সাথে তার কাছে থাকা নগদ পাঁচশো টাকাও উদ্ধার করে র‍্যাব।

তিনি আরও জানান, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এসজেড/

Exit mobile version