Site icon Jamuna Television

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর করোনা শনাক্ত

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ছবি: সংগৃহীত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২৮ মার্চ) তিনি এ ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। তবে তিনি সুস্থ বোধ করছেন বলে জানিয়েছে তার কার্যালয়। বাড়িতে আইসোলেশনে থেকেই দাফতরিক কাজ করবেন। খবর রয়টার্সের।

কোভিড-১৯ পজেটিভি হওয়ার আগে ইসরায়েলের জেরুজালেমে রোববার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেছিলেন নাফতালি বেনেট।

প্রতিবেদেন জানানো হয়েছে, নাফতালি বেনেট করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন এবং ইতোমধ্যেই টিকার একটি বুস্টার ডোজও নিয়েছেন।

/এমএন

Exit mobile version