Site icon Jamuna Television

থাপ্পড় খেয়ে কী ব্যবস্থা নিচ্ছেন ক্রিস রক?

ছবি: সংগৃহীত

অস্কারের মঞ্চে উইল স্মিথের থাপ্পড় খেয়ে অনাকাঙ্ক্ষিত এক পার্শ্ব অভিনেতা বনে গেছেন মার্কিন কমেডিয়ান ও অভিনেতা ক্রিস রক। তবে হাসিঠাট্টার মাধ্যমে আপাতভাবে ঘটনাটিকে হালকা করার চেষ্টা করা রক কোনো ব্যবস্থা নিতে যাচ্ছেন কিনা অস্কার জয়ী উইল স্মিথের বিরুদ্ধে, সে প্রসঙ্গে লস অ্যাঞ্জেলস পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন রক। খবর ভ্যারাইটির।

ভ্যারাইটির কাছে লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, অস্কার মঞ্চে ঘটে যাওয়া থাপ্পড়ের ঘটনা সম্পর্কে অবগত রয়েছে লস অ্যাঞ্জেলস পুলিশ। তবে মামলা করার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন ক্রিস রক। তবে ঘটনায় যুক্ত কেউ যদি এরপরে মামলা দায়ের করতে চান, সেক্ষেত্রে সম্পূর্ণ তদন্তের ব্যাপারে প্রস্তুত রয়েছে পুলিশ।

৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে কমেডিয়ান ক্রিস রককে অস্কারের মঞ্চে সবার সামনে চড় মেরে পুরো বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ‘কিং রিচার্ডস’ মুভির জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জেতা উইল স্মিথ।

এর আগে, সেরা ফিচার ডকুমেন্টারি শাখায় মনোনয়নপ্রাপ্ত প্রামাণ্যচিত্রগুলোর ব্যাপারে বলতে অস্কারের মঞ্চে এসেছিলেন জনপ্রিয় কমেডিয়ান ক্রিস রক। তিনি উইল স্মিথের স্ত্রী জেইডা পিঙ্কেট স্মিথকে তিনি রসিকতা করেন। অ্যালোপেসিয়ায় আক্রান্ত হয়ে চুল হারিয়েছেন জেইডা। সবুজ রঙের গাউন পরিহিত উইল স্মিথের স্ত্রীর প্রতি ক্রিস রক বলেন, ‘জি আই জেন’ এর সিক্যুয়ালে তিনি জেইডাকে দেখতে চাই। জি আই জেন ১৯৯৭ সালের একটি মুভি যেখানে ডেমি মুরকে মাথা কামিয়ে সেনাবাহিনীতে নিযুক্ত হতে হয়। আর প্রায় পুরো মুভিতেই সবুজ ইউনিফর্ম পরিহিত ছিলেন ডেমি মুর।

তবে ক্রিস রকের এই কৌতুকের পরই ঘটে সেই ঘটনা। হঠাৎ মঞ্চে উঠে আসতে দেখা যায় উইল স্মিথকে। ক্রিস রকের সামনে গিয়ে আচমকাই তার গালে একটি চড় মেরে বসেন উইল স্মিথ। এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত অনেকেই। ক্রিস রকের উদ্দেশে চিৎকার করে বলেন, আমার স্ত্রীর নাম আর মুখেও আনবে না।

আরও পড়ুন: ভালোবাসা থেকেই এমন পাগলামির জন্ম, ক্ষমা চাইলেন অশ্রুসিক্ত উইল স্মিথ

এম ই/

Exit mobile version