Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গের বিধানসভায় মারামারি (ভিডিও)

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিধায়কদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীসহ পাঁচ বিজেপি বিধায়ককে বরখাস্ত করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৮ মার্চ) সকালে বগটুইকাণ্ড নিয়ে বিধানসভায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিধায়কদের হাতাহাতি হয়। এ ঘটনায় শুভেন্দু, দীপক বর্মণ, মনোজ টিগ্গা, নরহরি মাহাতো ও শংকর ঘোষকে বিধানসভা থেকে বরখাস্তের প্রস্তাব করেন চন্দ্রিমা ভট্টাচার্য ও উদয়ন গুহ। পরে ওই পাঁচ বিধায়ককে বিধানসভা থেকে বরখাস্ত করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আজ প্রমাণ হয়ে গেলো, বিধানসভার ভিতরেও বিরোধী নেতারা সুরক্ষিত নন।

বিধানসভায় হাতাহাতির সময় ঘুষিতে নাক ফেটে যায় হুগলির চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই তার ওপর হামলা চালিয়ে নাক ফাটিয়ে দিয়েছেন।

/এনএএস

Exit mobile version