Site icon Jamuna Television

এল সালভাদরে দুই দিনে নিহত ৭৬, জরুরি অবস্থা জারি

ছবি: সংগৃহীত

এল সালভাদরে সহিংস ঘটনায় দুই দিনে ৭৬ জন নিহত হয়েছে। আর এই ঘটনার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রোববার (২৭ মার্চ) প্রেসিডেন্ট নায়েব বুকেলের অনুরোধে জরুরি অবস্থা অনুমোদন দেন দেশটির আইনপ্রণেতারা।

ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়, সহিংস ঘটনায় শুক্রবার (২৫ মার্চ) ১৪ জন এবং শনিবার ৬২ জন নিহত হয়েছেন মধ্য আমেরিকার ছোট্ট এই দেশটিতে।

সম্প্রতি দলগত সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার ছোট এই দেশটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার রাস্তায় নামেন এল সালভেদরের পুলিশ ও সেনাবাহিনী। দেশটির সিকিউরিটি ক্যাবিনেট জানিয়েছে, এরই মধ্যে দুটি পৃথক গ্যাংয়ের চার শতাধিক সদস্যকে আটক করা হয়েছে। গ্যাং দুটির নাম মারা সালভাত্রুচা (এমএস-১৩) ও ব্যারিও ১৮। অভিযোগ রয়েছে, এই দুইটি গ্যাংয়ের সদস্যদের মাধ্যমেই সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো ঘটছে।

জরুরি অবস্থা জারির মাধ্যমে উন্মুক্ত সমাবেশ সীমাবদ্ধ করা এবং আদালতের অনুমতি ছাড়া চিঠিপত্র, টেলিফোন কল ও ই-মেইল আদান-প্রদান সীমিত করেছে এল সালভাদর সরকার।

/এনএএস

Exit mobile version