Site icon Jamuna Television

বিয়ের আগে ধূমপান করতেন স্ত্রী, জানতে পেরে ডিভোর্স দিলেন স্বামী

ছবি: সংগৃহীত

বিয়ের আগে স্ত্রী ধূমপান করতেন, এটা জানার পর তাকে ডিভোর্স দিয়েছেন স্বামী। ওই নারীর স্বামী সৌদি নাগরিক। ওই ব্যক্তি তার আইনজীবীকে জানান, তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিতে চান। তার ভয়, স্ত্রী আবারও ধূমপান শুরু করতে পারে। গালফ নিউজের এক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে।

স্বামী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, স্ত্রী যে আবারও ধূমপান করা শুরু করবেন না তার কোনো নিশ্চয়তা নেই। স্ত্রীর এমন অভ্যাসের কারণে তার সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। ওই ব্যক্তির আইনজীবী গণমাধ্যমকে জানান, তার স্ত্রী জানান বিয়ের আগে তিনি ধূমপান করতেন। ওই ব্যক্তি জানান, যেসব নারী ধূমপান করেন, তাদের পছন্দ করেন না তিনি। এজন্য ডিভোর্সের আবেদন করেছেন তিনি।

আদালতও ওই ব্যক্তির পক্ষে রায় দিয়েছেন। এছাড়া বিয়ের সময় স্বামীর কাছ থেকে যে যৌতুক পেয়েছেন স্ত্রী তা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, ওই যৌতুকের পরিমাণ ১ লাখ ৮০ হাজার রিয়াল বা প্রায় ৪১ লাখ ৫২ হাজার ৪০৬ টাকা।

/এনএএস

Exit mobile version