Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু হত্যা: ঘাতক মায়ের প্রেমিক গ্রেফতার

আটককৃত সফিউল্লা

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আলোচিত দুই শিশু হত্যার ঘটনায় ঘাতক মা লিমা বেগমের প্রেমিক সফিউল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ মার্চ) বিকেল পৌনে ৫ টায় ঢাকার আব্দুল্লাহপুর থেকে আশুগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুরের একটি বাস কাউন্টারের সামনে থেকে সফিউল্লাকে গ্রেফতার করা হয়। সে রংপুরে যাওয়ার জন্য বাসের টিকিট কেটেছিল। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে। তাকে আনার পর জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গত ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেন ওরফে সুজন খানের দুই শিশু সন্তান ইয়াছিন (৭) ও মোরসালিনের (৫) রহস্যজনক মৃত্যু হয়। প্রথমে পরিবারের অভিযোগ ছিল, জ্বরাক্রান্ত ওই দুই শিশুকে নাপা সিরাপ খাওয়ানোর পর তাদের মৃত্যু হয়। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে যে ওই দুই শিশুর মা লিমা বেগমই পরকীয়ার জেরে তার প্রেমিক ও চাল কলের শ্রমিক সর্দার সফিউল্লার দেয়া বিষমাখা মিষ্টি খাইয়ে তাদের হত্যা করে।

এ ঘটনায় ১৬ মার্চ রাতেই লিমাকে গ্রেফতার করে পুলিশ। রিমা ও সফিউল্লার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন মৃত দুই শিশুর বাবা ইসমাইল হোসেন।

/এসএইচ

Exit mobile version