Site icon Jamuna Television

লিবিয়ায় নিখোঁজ বাংলাদেশি সাংবাদিকের সন্ধান মিলেছে

৫ দিন পর খোঁজ মিলেছে লিবিয়ায় নিখোঁজ সাংবাদিক জাহিদুর রহমানের। তিনি বর্তমানে লিবিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন বলে তার স্বজনদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছে জাহিদের কর্মস্থল এনটিভিও।

বেসরকারি টিভি চ্যানেল এনটিভির বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন জাহিদুর রহমান। যুক্তরাজ্য থেকে ২১ মার্চ গিয়েছিলেন লিবিয়ায়। ২৩ মার্চ দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যার দিকে শ্রীলংকায় অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রীকে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, পুলিশ হেফাজতে আছেন জাহিদ। সেই তথ্য এনিটভি ও জাহিদের পরিবারকেও জানানো হয়।

জাহিদের সঙ্গে থাকা লিবিয়া প্রবাসী সাইফুল ইসলাম এবং লিবিয়ান গাড়ি চালক খালেদও ২৩ মার্চ থেকে নিঁখোজ ছিলেন। সাইফুলের পরিবারও থাকে লিবিয়ায়। তাদেরও খোঁজ পাওয়া গেছে।

এ ঘটনার পর থেকেই নিখোজদের অবস্থান জানার চেষ্টা করছে বাংলাদেশ দূতাবাস। তাদের খুঁজে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

/এমএন

Exit mobile version